Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

শতবর্ষের ইতিহাস এবং ঐতিহ্যের অধিকারী পিরোজপুর জেলার সদর উপজেলা স্বীয় মহিমায় উজ্জ্বল। কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা নদী বিধৌত, জোয়ার-ভাটা স্নাত, পলিতে ঢাকা উর্বর প্রাকৃতিক সবুজাভ সৌন্দর্যের লীলাভূমি পিরোজপুর সদর উপজেলা সুদীর্ঘকাল হতে দেশের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, সংস্কৃতি-কে করেছে সমৃদ্ধ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উৎকর্ষ তথা ’ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের চেতনায় আমরা ও সারথী, যার ফলশ্রুতিতে দেশের সকল উপজেলার সাথে ওয়েবপোর্টাল তৈরীতে পিরোজপুর সদর উপজেলার নিজস্ব অবস্থান নিয়ে আমরা অগ্রসরমান ।এ পোর্টালটিতে পিরোজপুর সদর উপজেলার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও এর অধস্তন অফিসসমূহ, সকল ইউনিয়ন ও ইউনিয়ন পর্যায়ে সেবাদানকারী সকল অফিস সমূহের তথ্য, সেবার তালিকা ও সিটিজেন চার্টার সন্নিবেশ করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলার ঐতিহাসিক, দর্শনীয় স্থান সমূহের কিছু চমৎকার আলোকচিত্র পোর্টালে সন্নিবেশিত করার ফলে পোর্টালটি হয়ে উঠেছে আরও বেশী আকর্ষনীয়। পিরোজপুর সদর উপজেলার সাধারণ জনগণের প্রশাসন এবং সরকারী দপ্তরসমূহের কাছে যে প্রত্যাশা রয়েছে তা পূরণকল্পে উপজেলা পোর্টালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সর্বোপরি এই পোর্টালের মাধ্যমে সকলের নিকট একটি পজিটিভ উপজেলার প্রতিচ্ছবি ফুটে উঠবে বলে আমি আশা করছি ও মাননীয় প্রধানমন্তীর রুপকল্প-2021 বাস্তবায়নে স্থানীয় সরকারের সর্বস্থরে ডিজিটাল সেবা পৌছে দেয়ার অঙ্গীকার এবং সর্বোপরি অর্থনৈতিকভাবে সমৃদ্বশালী জাতি গঠনে “মধ্যম আয়ের দেশ” নির্মানে ওয়াবপের্টাল সর্বক্ষনিক কাজ করে চলছে।

 

ধন্যবাদ।

 

মরিয়ম জাহান

উপজেলা নির্বাহী অফিসার

পিরোজপুর সদর , পিরোজপুর

মোবাইল: 01321134026

ইমেইল- unopirojpur@mopa.gov.bd