Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

 

পিরোজপুর উপজেলা বা থানা পিরোজপুর জেলার ২য় বৃহত্তম উপজেলা বা থানা। পিরোজপুর উপজেলা বা থানা পিরোজপুর জেলা সদর সংশ্লিষ্ট ভূ-ভাগ নিয়ে গঠিত। পিরোজপুর উপজেলার নামেই পরে জেলার নামকরণ হয়। ১৭৯০ সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ ভারতে শাসন সংস্কারের মাধ্যমে প্রশাসন ব্যবস্থার পরিবর্তন ঘটান। তারই প্রেক্ষাপটে বাকেরগঞ্জে ১০টি থানা স্থাপন করা হয়। তার মধ্যে ১৭৯০ সালে পিরোজপুরের অদূরে পাড়েরহাটের নিকটবর্তী টগরা গ্রাম সংশ্লিষ্ট টগরা থানা স্থাপিত হয়। একই সংগে পিরোজপুর থানার উত্তর পাশে কলাখালীর নিকট কেওয়ারী থানা এবং কাউখালীতে কাউখালী থানা স্থাপিত হয়। পরে ১৮৫৯ সালে পিরোজপুরে মহকুমা স্থাপিত হলে মহকুমা সদরে টগরা থেকে থানা স্থানান্তরিত হয় এবং পিরোজপুর থানা হিসাবে তা গণ্য হয়। থানাগৃহ বর্তমান ঈদগা মাঠের উত্তরে শামছুন্নেছা মুসলিম হলের অবস্থানে স্থাপিত হয়। থানা গৃহের উত্তর পাশে অস্থায়ীভাবে জেলখানা প্রতিষ্ঠিত হয়। গত শতাব্দীর প্রথমদিকে থানা গৃহ পিরোজপুর সদর রাস্তার বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়।