বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিনা পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে বিগত ০৬ আগস্ট ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নবম সাব-সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিনা সাব-সেক্টর সুন্দরবন অঞ্চলে ইনফরমারের দায়িত্বে নিয়োজিত থেকে দেশকে শত্রুমুক্ত করে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তিনি বিগত ১৬ ফেব্রুয়ারি ২০১২ সালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিনা-কে গার্ড অব অনার প্রদান করে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুর সড়ক বিভাগাধীন রাজাপুর-নৈকাঠী-বৈকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়ক (জেড-৮৭০২)-এর “পূর্ব ডুমরীতলা হতে কঁচা নদীর উপর নির্মিত কুমিরমারা বেকুটিয়া সেতু (বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু) পর্যন্ত” সড়কটি “ বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিনা সড়ক” নামে নামকরণ করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS