Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

 

পিরোজপুর সদর উপজেলার উত্তরে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা, দক্ষিণাংশে জিয়ানগর, মঠবাড়ীয়া উপজেলা, পূর্বে কাউখালীভান্ডারিয়া অবস্থিত। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের সাথে বিভাজিত করেছে। এ উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৩০' ও ২২°৫২' এর মধ্যে এবং ৮৯°৫২' ও ৯০°১৩' দ্রাঘিমাংশের মধ্যে।

এ উপজেলা মূলত সমতল ভূমি এবং মূল ভূখন্ড সমুদ্র সমতল থেকে ক্ষেত্র বিশেষে ১০ ফুট থেকে ১৯ ফুট উঁচুতে অবস্থিত। এখানকার জলবায়ু উষ্ণ ও আর্দ্র। এখানে ডিসেম্বরের শেষে জানুয়ারির মধ্যভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত ২২৪০ মিলিমিটার। মৌসুমী বায়ূ প্রবাহের কারণে মে-জুন ও অক্টোবর-নভেম্বর মাসে প্রাকৃতিক দূর্যোগের আঘাত দৃশ্যমান।

পিরোজপুর সদর উপজেলা কচাঁ, বলেশ্বর, কালীগঙ্গা নদ-নদী এবং অসংখ্য খাল বেষ্টিত এক জনপদ। তাই প্রাকৃতিক কারণে এখানের ভূমি উর্বর। এ অঞ্চল জোয়ার ভাটা প্রবণ। ২৪ ঘন্টায় ২ বার জোয়ার-ভাটা ৬ ঘন্টা করে স্থায়ী হয়। বর্ষাকালে নিম্নাঞ্চল জুন থেকে অক্টোবর পর্যন্ত জলমগ্ন থাকে। সমূদ্র নিকটবর্তী হওয়ায় এখানে লবণাক্ততার ঝুঁকি রয়েছে।

পিরোজপুর সদর উপজেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। এ অঞ্চলের ৭০ ভাগ মানুষের পেশা কৃষি কাজ। এখানের প্রধান ফসল রোপা আমন, এরপর আউশ ও বোরো চাষ হয়। এছাড়া অর্থকরী ফসলের মধ্যে রয়েছে নারিকেল, সুপারী, পান ও কলা। সাম্প্রতিক কালে ক্ষূদ্র আকারে শাক সবজি, ফল বাগানসহ বহুমূখি ফসল চাষাবাদের প্রবণতা দেখা যায়।